জন্ম সনদ জালিয়াত চক্রের ৪ জন গ্রেপ্তার।

স্টার নিউজ ডেস্ক:
ওয়ার্ড কাউন্সিলরদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে জালিয়াত চক্রের প্রায় ৫ হাজার জন্ম নিবন্ধন সনদ ইস্যু করেছে। আলোচিত ভুয়া জন্মসনদ ইস্যুর ঘটনা তদন্তে নেমে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ টিম ৪ প্রাতারককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সনদ জালিয়াত গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার ডা. মঞ্জুর মোর্শেদ। এসময় অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহউদ্দীন, সহকারী কমিশনার দেলোয়ার হোসেন, পরিদর্শক সঞ্জয় সিনহাসহ ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্ম নিবন্ধন ইস্যু করতে যাচাই-বাছাইয়ের কিছু বিষয় থাকে। সরকারি একটি প্রক্রিয়ায় জন্ম নিবদ্ধন সনদ ইস্যু করা হয়।সেই নিয়ম ভেঙ্গে তারা অপরাধ করেছে। এটি গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়ও। তাই আমরা গুরুত্বদিয়ে এই চক্রটিকে আইনের আওতায় এনেছি।
সংবাদ সম্মেলনে ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, জন্মসনদ ইস্যুর ঘটনায় আটককৃত চক্রটিসহ আরও একাধিক গ্রুপ দীর্ঘদিন যাবৎ সক্রিয়। এ পর্যন্ত ৫ হাজারেরও অধিক জন্ম নিবন্ধন সনদ ইস্যু ও বিতরণ করেছে। সারাদেশে একাধিক জালিয়াত চক্রের সন্ধান আমরা পেয়েছি।সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জন্ম নিবন্ধন সেবা’ ‘জন্মনিবন্ধন সংশোধন সেবা’ ‘জন্ম নিবন্ধন হেল্প সেন্টার’ ইত্যাদি নমে বেনামে গ্রুপ খুলে তাতে স্বল্প সময়ে ও স্বল্পমূল্যে জন্মসনদ প্রদানের পোষ্ট করেন এসব চক্র।
আটক চক্রটি তাদের অপরাধ স্বীকার করেছে জানিয়ে অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন। আটক কৃতরা হলেন, ১৬ বছরের কিশোর জহির আলম, সাথে তার দুলাভাই মোস্তাকিম, শালা-দুলাভায়ের সাথে আটক অপর দুইজন হলো দেলোয়ার হোসাইন সাইমন, আব্দুর রহমান আরিফ দুইজনের কম্পিউটার সংক্রান্ত টাইপ, প্রিন্টের ব্যবসা রয়েছে।তাদের কাজথেকে সিপিইউ, ৩টি মনিটর, ১টি স্ক্যনার কাম প্রিন্টার, ১টি প্রিন্টার, এবং ৪টি মোবাইল জব্দ করা হয়।