
স্টার নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি করর্পোশনের (চসিক)আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী তার নিজ অফিস কক্ষে হামলার শিকার হন। এই সময় তার কক্ষ ভাঙচুর করা হয়। এই হামলা ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনায় অভিযুক্ত চার ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন- সাহাবউদ্দিন (৪৫), সঞ্জয় ভৌমিক ওরফে কংকন (৪৬), মো. ফেরদৌস (৪৮), সুভাষ মজুমদার (৪৬), হাবিব উল্লাহ খান (৪৮), নাজিম (৪৬), নাজমুল হাসান ফিরোজ (৫০), ফরহাদ (৫০), ইউসুফ (৫০), আশিষ বাবু (৫০) ও আলমগীর (৪৭)। অভিযুক্তদের সবাই ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে গ্রেপ্তারকৃতরা হলেন- সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ।
এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করা হয়েছে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। চার ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।