
স্টার নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমই নম্বর পরিবর্তন করে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। সেইসাথে ১৮টি চোরাই মোবাইল এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরের হিলভিউ এলাকা এবং বালি আর্কেড থেকে চক্রের ৩ সদস্যকে আটক করা হয়৷ পরে তাদের দেওয়া তথ্য মতে অপর একজনকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আটক করা হয়।
আটককৃতরা হলেন, চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত রেজাউল করিম সুজন (২৬), মো. নয়ন (২৫), আইএমই পরিবর্তনের মূল হোতা শহীদুল ইসলাম পিন্টু (২২) অপর আসামী মো. জাহাঙ্গীর (৩৪)। বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ১৮টি মোবাইল এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।