বান্দরবানে ২০ জঙ্গি গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

স্টার নিউজ ডেস্ক:
বান্দরবানের রুমা ও থানছি উপজেলার দুর্গম পাহাড়ে র‌্যাবের অভিয়ান চালিয়ে নতুন জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ১৭ সক্রিয় শসস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩ সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ১২টার বান্দরবান র‌্যাব কার্যালয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের প্রদর্শন করা হয়। পরে বান্দরবান জেলা পরিষদের হল রুমে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জন জঙ্গি সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যরা হলেন, কুমিল্লা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আসসামী রহমান এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
গ্রেফতারকৃত জঙ্গী সদস্যারা হলেন, কুমিল্লা জেলার মোঃ মাহবুবুর রহমানের ছেলে মোঃ আস সামী রহমান খোদ (১৯),বেতাগী বরগুনা জেলার মালেক মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (২২) পটুয়া খালী জেলার ফোরকান ফকিরে ছেলে মোঃ আল আমিন ফকির মোস্তাক(১৯), কুমিল্লা লাঙ্গল কোট জেলার আব্দুল লতিফের ছেলে মোঃ জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক, পটুয়াখালী সদরের আলতাফ হোসেনের ছেলে মোঃ মিরাজ সিকদার প্রকাশ আশরাফ হোসেন(২৬) টঙ্গীবাড়ি মুন্সগঞ্জ জেলার আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজ শেখ প্রকাশ জায়েদ (২৪)মহিপুর পটুয়াখালী জেলার ইসমাইল হোসেন হওলাদারের ছেলে মোঃ ওবায়দুল্লাহ প্রকাশ সাকিব প্রকাশ শান্ত,মির্জাগঞ্জ পটুয়াখালী জেলার আনিছ মুসল্লির ছেলে জুয়েল মাহমুদ (২৭) ধনবাড়ি টাঙ্গাইল জেলার দুলাল রহমানের ছেলে মোঃ ইলিয়াছ রহমান প্রকাশ তানজিল প্রকাশ সোহেল(৩২),ঝালকাঠি সদরের আবু ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ হাবিবুর রহমান প্রকাশ মোড়া (২৩) কুমিল্লা সদরের মালেক ফরাজীর ছেলে মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ মাবরুর(২১) কোতয়ালী বরিশাল জেলার নাসির হওলাদারের ছেলে মোঃ আবদুস সালাম রাকি প্রকাশ রাসেল(২৮)লাকসাম কুমিল্লার মওলানা হোসাইন আহাম্মদের ছেলে যোবায়ের আহাম্মদ প্রকাশ আইমান(২৯)দশমিনা পটুয়াখালীর মাহবুব মাতুব্বরের ছেলে মোঃ শামীম হোসেন প্রকাশ আবু হুরাইরা (২৬) মাধবপুর হবিগঞ্জের মৃত কুতুবুর রহমানের ছেলে তাওয়াবুর রহমান সোহান(২০)বরিশালের গোলাম মোস্তফার ছেলে মোঃ মাহমুদ ডাকুয়া(২০)মাগুরার মৃত শামসুর রহমানের ছেলে মোঃ আবু হুরাইরা প্রকাশ মিরাজ(২২)। এছাড়াও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা হলেন- লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া। এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র,গেলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, ককটেল, লিফলেট ।