তিস্তা ব্যারাজ প্রকল্পে ভারতের খাল খনন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

স্টার নিউজ ডেস্ক:
তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় ভারতের দুটি খাল খননের বিষয়ে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।
সেহেলী সাবরীন জানান, ভারতের উদ্যোগে তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, খাল খননের বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের আলোচনা চলছে। এটা নিয়ে তাদের (ভারতের) সঙ্গে আলোচনা হবে বলে আশা করছি।