
স্টার নিউজ ডেস্ক:
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দেশের কয়েকটি জেলায় সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হবে।
ঢাকার সদরঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অদম্য, চট্টগ্রামের নিউমুরিংয়ে নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা, খুলনায় বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজা চিত্রা, মোংলায় দিগরাজ নেভাল বার্থে বানৌজা কপোতাক্ষ, বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা যমুনা এবং চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা নামের নৌবাহিনীর জাহাজগুলো প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। বিজ্ঞপ্তি
