চান্দগাঁও-বোয়ালখালী আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ

স্টার নিউজ ডেস্ক:
বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। আগামী ২৭ এপ্রিল এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রাম -৮ আসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ছাত্রলীগের সাবেক নেতা নোমান আল মাহমুদ চট্টগ্রাম নগর যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ত্যাগী ও পোড় খাওয়া এই নেতা নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই আসনের সাংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এর মৃত্যুতে শূন্য হওয়া আসনে নৌকার হয়ে লড়তে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২৫ জন ব্যক্তি।