আজ অভিষেক হতে যাচ্ছে রাজ তৃতীয় চার্লসের

স্টার নিউজ ডেস্ক:
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার অভিষেক হতে যাচ্ছে শনিবার (০৬ মে)। ১০৬৬ সালের পর ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হতে যাচ্ছে রাজা চার্লসের। জাঁকজমকপূর্ণ ও আনুষ্ঠানিকতার এই দিনে এক হাজার বছরের বেশি সময় আগে শুরু হওয়া রীতির ছাপ থাকবে।
ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মিশেলে এই রাজ্যাভিষেক উদ্যাপনে প্রস্তুত যুক্তরাজ্য ও দেশটির বাইরের লাখো মানুষ।
আনুষ্ঠানিক উদ্যাপন শুরু হবে স্থানীয় সময় সকাল ছয়টায় বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শোভাযাত্রার মধ্য চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে ঐতিহাসিক প্যারেডে অংশ নেবে নৌ, বিমান ও সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য।কমনওয়েলথভুক্ত নিউজিল্যান্ড, ব্রুনেই, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকেও এসেছে সেনারা।
এ উপলক্ষে রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানের আগে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে রিহার্সেল সেরে নিয়েছেন রাজা তৃতীয় চার্লস।
এ সময় কুইন কনসোর্ট ক্যামিলা, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের অন্য সদস্যরাও যোগ দেন ড্রেস রিহার্সেলে।
রাজপরিবারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড় ভাই প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট মিডলটনসহ পরিবারের বাকি সদস্যরা যে সারিতে বসবেন তার থেকে ১০ সারি পেছনে বসতে হবে হ্যারিকে। স্বেচ্ছায় রাজপরিবার ছেড়ে যাওয়ার কারণে হ্যারিকে পেছনে বসতে হবে।
ঐতিহাসিক এ আয়োজন উপলক্ষে লন্ডনের ওয়েস্ট মিনস্টারের বিখ্যাত ‘বিগ বেন’ ঘড়িতে করা হয়েছে আলোকসজ্জা। এছাড়াও রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে পুরো লন্ডনজুড়ে।
রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, তার আমলে কমিয়ে আনা হবে ব্রিটিশ রাজার বেশকিছু ক্ষমতা। আর রাজ্যাভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিও নেয়া হয়েছে সে অনুযায়ী।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। স্বর্ণের এই মুকুট ১৬৬১ সালে তৈরি করা। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন।