একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু

স্টার নিউজ ডেস্ক:
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সাংবিধানিক ক্ষমতা বলে ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছিলেন। সংবিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি সময় ৬০ দিনের বেশি হতে পারবে না। সেই অনুযায়ী এ অধিবেশনটি আহ্বান করা হয়েছে।
ওই অধিবেশনের শেষে আগামী অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। এদিকে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।