দেশে করোনায় আরও ২০৪ মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৮৯

স্টারনিউজ ডেস্ক:
দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও ৮৪৮৯ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার নমুনা পরীক্ষা করে ৮৪৮৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ হিসেবে শনাক্ত হার ২৯ দশমিক ৬।
এর আগে শুক্রবার প্রায় ৪২ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৪৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়। এ হিসেবে পাঁচদিন পর শনিবার শনাক্ত সংখ্যা ১২ হাজারের নিচে নেমেছে।
এদিকে পাঁচদিন পর দৈনিক মৃত্যু শুক্রবার ২০০ এর নিচে নামলেও শনিবার তা আবার ছাড়িয়ে গেছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন।
সরকারি হিসাবে গত একদিনে আরও ৮৮২০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ২৩ হাজার ১৬৩ জন।