সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না: আইজিপি

স্টার নিউজ ডেস্ক:
সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর আলম অতিরিক্ত আইজি (প্রশাসন), মো. আকরাম হোসেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস), আবু নাছের মোহাম্মদ খালেদ, অতিরিক্ত আইজি (এইচআর), মোঃ রেজাউল করিম ডিআইজি (অপারেশনস), মোঃ কামরুল আহসান ডিআইজি (কনফিডেন্সিয়াল)।
আইজিপি বলেন, মামলা হলে বা মামলায় নাম থাকলেই পুলিশ কাউকে গ্রেফতার করবে না। যদি কেউ মনে করেন নিজে কোনো ইন্ধনে বা কোনো ঘটনায় সংশ্লিষ্ট নন তারা সরাসরি পুলিশের কাছে আসুন। সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। আইজিপি বলেন, সরকারও বলেছে- কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে অনেক মামলা হয়েছে। আমরা প্রকৃত ঘটনা তদন্ত করেই আদালতে চার্জশীট বা ফাইনাল রির্পোট দাখিল করবো। আইজিপি আহ্বান জানিয়ে বলেন, কেউ প্রতারিত হবেন না, যদি মনে করেন নিজের কোনো ইন্ধন বা সংশ্লিষ্টতা নেই তাহলে সরাসরি পুলিশের কাছে আসুন।
আমরা বিনা যুক্তিতে বা তদন্ত ছাড়া পাইকারি হারে গ্রেফতার করবো না। মামলা থাকলেই বা নাম থাকলেই গ্রেফতার করতে হবে আইনেও নেই। এটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি জড়িত বা অপরাধী।