টিকার জন্য ১ কোটিরও বেশী মানুষের নিবন্ধন

স্টারনিউজ ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি মাঝে বেশ কয়েকমাস প্রায় স্থবির হয়ে পড়েছিল টিকার অভাবে। তখন টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করার প্রক্রিয়াও স্থগিত করা হয়েছিল। তারপর বিভিন্ন উৎস থেকে টিকা আসায় সম্প্রতি আবার চালু করা হয়েছে নিবন্ধন। গতকাল শনিবার (২৪ জুলাই) রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত যে ভ্যাকসিন দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল, সেটা শেষ। এবার দ্বিতীয় দফায় অন্যান্য ভ্যাকসিন দিয়ে টিকাদান শুরু হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ফাইজারের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫০ হাজার ২১৭ জন। মর্ডানার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জন। সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬২৪ জন। এই টিকাগুলোর দ্বিতীয় ডোজও দেওয়া শুরু হয়েছে কয়েকদিন ধরে। যত দিন যাচ্ছে, টিকা গ্রহীতার সংখ্যা ততই পাল্লা দিয়ে বাড়ছে।