কবিতা

শরিফুল ইসলাম অনিক

বাংলাদেশ

হৃদয়ে বাজে বাংলার গান
মাঠে হাসে সোনালী ধান
সবুজ পাতায় শিশির জমে
বর্ষায় গাছ ভরে কদমে কদমে
দোয়েল শ্যামা ডাকে গাছের শাখে
ভোরের আবীরে শিশির মাখে
ষড়ঋতুর আসা যাওয়ায়
দিক পালটে মৌসুমী হাওয়ায়
এ দেশে জন্ম আমার
এই তো আছি বেশ
তোমায় ভালোবাসি
ও আমার প্রিয় বাংলাদেশ।