বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা

স্টার নিউজ ডেস্ক:
নিজের বাড়িতে অজ্ঞাত পরিচয় হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নীরাজ উত্তমানি জানান, সাইফ আলী খানের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে এবং এর মধ্যে দুটি বেশ গভীর। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফের বাড়িতে এই হামলা হয়।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দিক্সিত গেডাম বিবিসি মারাঠিকে জানিয়েছেন, মধ্য রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে এবং তার গৃহপরিচারিকার সাথে তর্ক করতে থাকে। এ সময় অভিনেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ওই ব্যক্তি সাইফ আলী খানের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সাইফ আলী খানের পরিবার এখনও এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি। কিন্তু তার জনসংযোগ দল জানিয়েছে, এটি ‘সিঁধেল চুরির’ ঘটনা। তারা সাইফের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে সংবাদ মাধ্যম ও তার ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে।