পুলিশকে অনলাইনে মামলা দায়ের নির্দেশনা প্রধান উপদেষ্টার

স্টার নিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা সম্পর্কিত উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে প্রেস উইং জানিয়েছে।রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর, যাকে বলা হয় এজাহার, এটি দায়েরের জন্য এখন একজন ব্যক্তিকে নিকটবর্তী পুলিশ স্টেশন অর্থাৎ থানায় যেতে হয়। এই প্রক্রিয়াটি কষ্টসাধ্য বিষয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির সুযোগ তৈরি করে।
প্রধান উপদেষ্টা বলেন, এফআইআর এর জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগ করার জন্য জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এর মতো পুলিশের একটি সুনির্দিষ্ট কল নম্বর থাকা দরকার।“এটি মামলা দায়ের করার ক্ষেত্রে হয়রানি কমাবে,” বলেন তিনি। এ সময় তিনি পুলিশপ্রধান বাহারুল আলমকে অনলাইন এফআইআর এর জন্য যত দ্রুত সম্ভব একটি নতুন ফোন নম্বর চালুর নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি অনলাইনে মামলা দায়েরের বিষয়ে বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিতে একটি কল সেন্টার স্থাপনের নির্দেশনা দেন।