
সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডে স্থানীয় হতাহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আ ফ ম বোরহান, সীতাকুণ্ড সমিতি ইউকে এর সাবেক সভাপতি আলিম উল্লাহ রাহাত, সমিতির উপদেষ্টা কবি ও সাংবাদিক মিল্টন রহমান, সাংবাদিক মেজবাহ উদ্দিন মিঠু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আশরাফুল আলম হিরা। মোট এগার জন ক্ষতিগ্রস্থদের মাঝে ছয় লক্ষাধিক টাকা সমিতির ফান্ড থেকে প্রদান করা হয়। ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যক কে দুই হাজার টাকা করে প্রদান করেন আলিম উল্লাহ রাহাত।