আগামী জুনের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন

স্টার ‍নিউজ ডেস্ক:
চলতি বছরের জুনের মধ্যে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৫ মার্চ) সকালে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব।
তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হাবে।
প্রবাসী ভোটারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসীদরের ভোটার করতে ঈদের পর আরব আমিরাতে পাইলট প্রকল্প শুরু হবে।