রোববার থেকে শুরু হবে হজের মূল কার্যক্রম

স্টারনিউজ ডেস্ক:
আগামীকাল রোববার (১৭ জুলাই) শুরু হবে হজের মূল কার্যক্রম। সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা।
করোনা মহামারির কারণে এবার সীমিত পরিসরে মাত্র ৬০ হাজার মুসলিম এবার হজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছ সৌদি কর্তৃপক্ষ।
এদিকে সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। তারা ওমরাহ পালন করবেন। পরদিন ৮ জিলহজ মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম।
আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম। করোনা মহামারির মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা।