
স্টারনিউজ ডেস্ক:
একদিকে স্রোতের মতো ঢাকা ছাড়ছে মানুষ, অন্যদিকে ঢাকায় ঢুকছে গরুবাহী ট্রাক। এই দুইয়ে মিলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকা থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তাজুড়ে ঠায় দাঁড়িয়ে আছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। আজ শনিবার (১৭ জুলাই) ভোর থেকে এই অচলাবস্থা শুরু হয়।গতকাল শুক্রবার রাত থেকেই গাড়ি চলছিল থেমে থেমে। আজ ভোরে এসে সেটা সম্পূর্ণ থেমে যায়। ঘরমুখো মানুষগুলো গাড়িতে বসে রীতিমতো হাঁসফাঁস করছে। অন্যদিকে গরুগুলো ঠিক সময়ে ঢাকা পৌঁছাতে না পেরে লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা।
এমন যানজটের আরও একটি কারণ আছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়ক বর্ধিতকরণের কাজ চলছে। আটকা পড়া যাত্রী এবং চালকদের অভিযোগ, মহাসড়কের এই অংশটুকুতে যানজট হওয়াটা রীতিমতো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে এখন সেটা কয়েকগুণ বেশি হয়ে গেল। রাস্তা বর্ধিতকরণের কাজটা অন্য কোনো সময় করলেও হতো।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঈদের সময় এমনিতেই এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। লকডাউন খুলে দেওয়ার কারণে এবার চাপ পড়েছে একসাথে। তাতেই এমন অবস্থার সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আশা করছি, দ্রুতই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কয়েকটা গাড়ি বিকল হয়ে যাওয়ায় সেগুলো সরানোর কাজ চলছে।