
স্টার নিউজ ডেস্ক:
সদ্যপ্রয়াত ভারতের কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার মরণোত্তর চক্ষুদান করে গেছেন। অভিনেতার ইচ্ছে অনুযায়ী তার মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে প্রক্রিয়া সম্পাদন করেন চিকিৎসকদের একটি দল। খবর বাংলানিউজের।
এবার পুনীতের দান করা চোখের মাধমে দৃষ্টি ফিরে পেয়েছেন তার অন্ধ ব্যক্তি। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পুনীতের দান করা চোখে চার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। গেল দুদিনে তিন পুরুষ ও একজন নারীকে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করা হয়। বেঙ্গালুরুর নারায়ণ নেত্রালয় চক্ষু হাসপাতালে তাদের সার্জারি সম্পন্ন হয়। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় রোগীদের নাম প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নত প্রযুক্তির সাহায্যে এ সার্জারি হয় এবং বিনামূল্যে করা হয়েছে।