
স্টার নিউজ ডেস্ক:
ভিডিও লিংকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে রুশ অভিযানের আশংকার প্রেক্ষাপটে ‘কড়া অর্থনৈতিক ও অন্যান্য ব্যবস্থা’ নেবার প্রস্তুতি নিচ্ছে তারা।
মি. পুতিনের সাথে বৈঠকের সময় ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন জো বাইডেন, এবং তিনি উত্তেজনা হ্রাসের আহ্বান জানান।
রাশিয়া বলছে, তারা ইউক্রেনকে আক্রমণ করবে না।
প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উস্কানি সৃষ্টির অভিযোগ আনেন। তিনি নিশ্চয়তা চাইছেন যে মার্কিন-নেতৃত্বাধীন নেটো জোট পূর্বদিকে তার আওতা সম্প্রসারণ করবে না এবং রাশিয়ার কাছাকাছি অস্ত্র মোতায়েন করবে না।
ইউক্রেনের সীমান্তের কাছে ৯০,০০০-এরও বেশি রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই চাপের মুখে থাকা রুশ-মার্কিন সম্পর্কের মধ্যে এ ঘটনা বাড়তি উত্তেজনা যোগ করেছে।
মঙ্গলবার ভিডিও লিংকে বাইডেন-পুতিন কথাবার্তার শুরুতে দুই নেতাকে বন্ধুসুলভ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তবে মূল আলোচনাটি ছিল একটি ‘রুদ্ধদ্বার’ বৈঠক ।
একটি নিরাপদ ভিডিও লিংকের মাধ্যমে এ বৈঠকটি হয় – যা পূর্ববর্তী প্রশাসনগুলোর সময় স্থাপন করা হয়েছিল, তবে কখনো ব্যবহার করা হয়নি।
প্রেসিডেন্ট পুতিন বৈঠকে যোগ দেন দক্ষিণ রাশিয়ার অবকাশকেন্দ্র সোচিতে তার বাসভবন থেকে, আর প্রেসিডেন্ট বাইডেন ছিলেন হোয়াইট হাউসে।
সুত্র: বিবিসি