
স্টার নিউজ ডেস্ক:
মাঝের দুইদিনের টানা বৃষ্টির পরও ম্যাচ বাঁচাতে পারলো না বাংলাদেশের ক্রিকেটাররা, পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও আট রানে হেরে গেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।
পঞ্চম দিনের খেলায় ৭ উইকেটে ৭৬ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
দিনের প্রথম দিকেই ১১ রান যোগ করে ৮৭ রানে অলআউট হয়ে যায় দলটি।
ঢাকা টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান দু’দিনের বৃষ্টির আগে ও পরে মিলিয়ে ৩০০ রান তোলে চার উইকেট হারিয়ে।