৪ ঘণ্টার ব্যবধানে করোনা কেড়ে নিয়েছে বাবা ও ছেলের প্রাণ!

স্টারনিউজ ডেস্ক:
রাজধানী ঢাকা ছাড়াও সীমান্তবর্তী জেলাগুলোতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। সেই ধারাবাহিকতায় সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস কেড়ে নিয়েছে বাবা ও ছেলের প্রাণ। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দনগাঁও গ্রামে। মৃত্যুবরণ করা ৭১ বছর বয়সী বাবার নাম ইয়াকুব আলী এবং ৫২ বছর বয়সী ছেলের নাম আজগর আলী। রাত ৮টার দিকে বাবার মৃত্যুতে স্বজনরা যখন বিলাপ করছেন, তখনই খবর আসে ছেলের অবস্থা ভালো নয়। তারপর ৪ ঘণ্টার ব্যবধানে রাত ১২টায় আসে মৃত্যুর খবর। গত ২৫ জুন কিছুটা অসুস্থ অনুভব করেন বৃদ্ধ ইয়াকুব আলী। প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনা ধরা পড়ে। এরপর দীর্ঘ ৭ দিন চিকিৎসা নিয়েও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল রাতে বাড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরেই রাত ৮টার দিকে তিনি মারা যান।
বাবা ইয়াকুব আলী যখন হাসপাতালে, তখন গত ৩০ জুন জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন ছেলে আজগর আলী। ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে। গতকাল (১ জুলাই) রাত ৮টায় বাবা ইয়াকুব আলী যখন মারা যান তখন ছেলে আজগর আলীকে নেয়া হয় আইসিইউতে। এর ৪ ঘণ্টা পর মারা যান তিনি।