
স্টার নিউজ ডেস্ক:
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ব্যবস্থাপনা দক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের চাহিদা পূরণের সক্ষমতা সৃষ্টিতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারির জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন ।
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটের সভাকক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন দপ্তর সংস্থার মধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসংস্থান চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনের সাথে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বার্ষিক এপিএ-তে স্বাক্ষর করেন।
এসময় বিভাগের সচিব মো. কামাল হোসেন বলেন, যার যার নির্ধারিত কাজ ভালোমত সম্পাদন করলে মন্ত্রণালয়ের কাজে গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে বিভাগ ও দপ্তর পর্যায়ের চার জন কর্মকর্তা-কর্মচারিকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়।