জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্টার নিউজ ডেস্ক:
৫২তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা ২৩ মিনিটে প্যারেড ভেন্যুতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাকে অভ্যর্থনা জানান। তিন বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিজয় দিবসের সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন।
এরপর রাষ্ট্রপতি প্যারেড ভেন্যুতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তিন বাহিনীর প্রধান তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন।