
স্টার নিউজ ডেস্ক:
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বিস্ফোরণ হওয়া তিনতলা একটি বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়েছে। এতে ভবনের দেয়াল ভেঙে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আর এতে ১৩ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভবনটিতে বিস্ফোরণ হয়। বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি।
তিনতলা ভবনের ওপর তলায় বিস্ফোরণের ঘটনায় কোনো ধরণের নাশকতা ও বিষ্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এটি একটি দুর্ঘটনা মাত্র, বিষ্ফোরক হলে আরে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতো।
দুপুর ২টা ২৫ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, এখানে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসেছেন। তারা কাজ করছেন। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। গ্যাস কিংবা অন্য কোনো কারণে বিস্ফোরণ হতে পারে। আমরা একটি তদন্ত কমিটি করে দেবো৷ তদন্তের মাধ্যমে মতামত দেওয়া যাবে।
পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করেছেন। বিস্ফোরণের কোনো আলামত এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। স্প্রীন্টারও পাওয়া যয়নি।
