
স্টার নিউজ ডেস্ক:
“প্রযুক্তিতে হবো সমৃদ্ধ বেশ, গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী “স্মাার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩’ চট্টগ্রাম” আই টি মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার আয়োজনে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আগামী ১৪ জুন থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম, আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামিতির কেন্দ্রিয় সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি জনাব রাশেদ আলী ভূইয়া, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখা সভাপতি দিদারুল আলম চৌধুরী সহ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ। এই মেলার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার সভাপতি দিদারুল আলম চৌধুরী। তিনি বলেন মেলায় তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ও জীবনধারা ভিত্তিক আবিস্কারের খোঁজ মিলবে যার মাধ্যমে সাধারণ জীবনে পাওয়া যাবে স্মার্ট সলিউশন। মেলার প্রদর্শনীতে হালনাগাদ তথ্যপ্রযুক্তির সম্ভার নিয়ে ৮১টি প্রযুক্তি পতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষনীয় উপহার এবং মূল্যছাড়। দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা থাকছে। থাকছে ইনোভেশন জোন, বঙ্গবন্ধু কর্ণার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ এবং গেমিং জোন।এই জোনগুলোতে নিত্যনতুন আবিস্কারের দেখা মিলবে। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদেও জন্য উম্মুক্ত থাকবে। এক্সপো ২০২৩’ উপলক্ষে নগরীরর বিভিন্ন স্থানে রোড় ব্র্যন্ডিং এর কাজ চলছে।
