জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল নভেম্বরে,প্রার্থীতা আবেদন অনলাইনে

স্টার নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী নভেম্বরে। বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এতথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
ইসি আরও বলেন, দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
নির্বাচনের আগে মনোনয়ন পত্র দাখিলের সময় অনেক প্রার্থীই নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। আবার অনেক ক্ষেত্রে প্রতিপক্ষের হুমকি, হামলার মতো ঘটনাও ঘটে। এসব বিভ্রাট এড়াতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে থাকছে মোবাইল অ্যাপসের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিলের সুযোগ। পাশাপাশি এই অ্যাপসে ভোটারের ভোটকেন্দ্রের তথ্য, নির্বাচনি কর্মকর্তাদের তথ্য এমনকি ভোটের ফলাফলের আপডেটও জানা যাবে। তবে অ্যাপস তথা অনলাইনে মনোনয়ন পত্র দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে না।