দোহায় সংলাপ: ইসলামিক সরকার চায় তালেবান

স্টারনিউজ বিদেশ ডেস্ক:
আফগান সরকার ও তালেবানের মধ্যে কাতারের দোহায় সংলাপ শুরু হয়েছে। আফগান সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবদুল্লাহ আবদুল্লাহ এবং তালেবানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন গোষ্ঠীটির সহকারী প্রধান আবদুল ঘানি বারাদার। যুদ্ধ ও সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংলাপ আহ্বান করা হয়েছে। রাজনৈতিকভাবে একটি সমঝোতায় আসতে চায় দুই পক্ষ। সংলাপে মধ্যস্থতা করছে কাতার। দেশটিতে গত ১০ মাস ধরে দুই পক্ষ সমঝোতা করার চেষ্টা করে আসছে। কিন্তু এতদিন বাস্তব কোনো অগ্রগতির আলো দেখা যায়নি।
সরকারি প্রতিনিধি দলে রয়েছেন- সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ করিম খলিলি, আতা মোহাম্মদ নূর, বাতুর দোস্তাম সালাম রাহিমি এবং সৈয়দ সাদাত মনসুর নাদেরি। বৈঠকের শুরুতে কথা বলেন হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি বলেন, আফগানিস্তান কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, সংঘাতের প্রধান শিকার হচ্ছে জনগণ। আফগানের রাজনৈতিক নেতাদের সঙ্গে সরকার অনেক মিটিং করেছে। সেখানে একটাই বার্তা এসেছে- আফগানিস্তান সংকটের সমাধান সামরিকভাবে কখনোই আসতে পারে না। সমাধান রাজনৈতিকভাবে হলে সেটা ফলপ্রসূ হবে। শান্তি ফেরাতে দুই পক্ষকেই উদার হতে হবে।
আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করি শান্তি প্রক্রিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবেশ ভালো থাকবে এবং এই প্রক্রিয়ায় আফগানিস্তান বিশ্ব নেতাদের সমর্থন কামনা করে।
অন্যদিকে, তালেবানের ডেপুটি লিডার আবদুল ঘানি বারাদার বলেন, দোহায় আন্তঃআফগান সমঝোতায় আশা দেখছি। আফগানিস্তানের কল্যাণ নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় স্বাধীন ইসলামিক পদ্ধতির সরকার প্রয়োজন এবং সেটা অর্জন করতে আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া বাদ দেওয়া উচিত।
আফগানে ঐক্যের কথা পুনরাবৃত্তি করে তালেবান প্রতিনিধি দলের প্রধান বলেন, আফগানিস্তান সব আফগান জনগণের আবাসস্থল। আমরা যদি চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চাই তাহলে আমাদের ছোটখাট বিষয় এড়িয়ে চলতে হবে। আমাদের বিশ্বাসের ঘাটতি দূর করতে হবে। জাতির ঐক্য গঠনে জোর দিতে হবে।