
স্টার নিউজ ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে ফের ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
রোববার (১২মার্চ) পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে এই ঘটনাটি ঘটে। হত্যা কান্ডের শিকার হন মোহম্মদ রাঈদ দাবিক(১৮), ওসমান আল-শামি(২২) ও জিহাদ মোহাম্মদ আল-শামি(২৪)।
সেনাদের অভিযোগ, ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি ছোঁড়লে নিজেদের রক্ষায় তারাও গুলি চালায়। এসময় তিনজন নিহত হয় ও একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সর্বশেষ গত ৮ মার্চ পশ্চিম তীরের জেনিন শহরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়িলি সেনারা।
চলতি বছর ইসরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। সুত্র:আলজাজিরা
