
স্টার নিউজ ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করবে। তবে যুক্তরাজ্যের সাথে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনার খবর বের হওয়ার পর আজ ইউরোপজুড়ে শেয়ার মার্কেটগুলোতে দর পতন ঘটেছে। ফ্রান্স ও জার্মানিতে শেয়ার সূচক দুই শতাংশ এবং লন্ডনে শেয়ার সূচক ১ দশমিক ২ শতাংশ কমেছে। এর মধ্যে গাড়ীর কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে গেছে। ধারণা করা হচ্ছে গাড়ী নির্মাণ শিল্প শুল্ক আরোপের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফিয়াট ও জীপের মতো কয়েকটি ব্রান্ডের শেয়ারের দাম পড়েছে প্রায় ৬ শতাংশ। অন্যদিকে ইউরোপিয়ান ব্রান্ড ভক্সওয়াগনের দাম ৫ দশমিক ৭, মার্সিডিজ ৪ দশমিক ৪ ও বিএমডব্লিউর শেয়ারের দাম ৪ শতাংশ কমেছে।





