চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসিতে সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ‘কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স ফেস্টিভ্যাল-২০২৩’ উদ্বোধন

স্টার নিউজ ডেস্ক:

“বেয়াগ্গুন আইবেন বেয়াগ্গিন ফাইবেন” এই শ্লোগানে ২৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ‘কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স ফেস্টিভ্যাল-২০২৩’ উদ্বোধন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এম রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানটি উদ্বোধন করেন। তিনি দাপ্তরিক কজে ঢাকায় অবস্থান করায় ভার্চুয়ালি উদ্বোধন করেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন মহোদয়।
মেয়র মহোদয় ভার্চুয়াল বক্তব্যে বলেন, চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপুর্ণ জায়গায় এই শপিং কমপ্লেক্স অবস্থিত। এখন তথ্যপ্রযুক্তির যোগ, মোবাইল, ল্যাপটপ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিনত হয়েছে। আশাকরি এই মেলা সবকিছু পাওয়া যাবে, এবং আমাদের সব প্রয়োজন মেঠাতে পারবে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ক্ষমতায় আরোহন করেছেন। তিনি তার কথা রেখেছেন। আজকে তিনি সমগ্র বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। পৃথিরীর সাথে পাল্লা দিয়ে বাঙালী এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি ঋনী, আপনার আমাকে মেয়র নির্বাচিত করেছেন, আপনাদের যে কোন সহযোগীতায় আমাকে আপনাদের কাছে পাবেন। আপনাদের এই মেলা সফল হোক সুন্দর হোক এই কামনা করছি।
বিশেষ অতিথীর বক্তব্যে, কাউন্সিলর এবং প্যানেল মেয়র গিয়াস উদ্দিন মহোদ্বয় শুরুতেই বলেন, মেয়র এম রেজাউল করিম তৃণমুল থেকে রাজনীতি করে আসা মানুষ। ব্যস্ততার কারণে আসতে পারেননি। তবে তিনি অনুধাবন করেছেন, আমি কথা দিচ্ছি তের দিন ব্যাপী মেলার সমাপনি অনুষ্ঠানে উনি আমাদের সাথে যোগদান করবেন ইনসাআল্লাহ । আপনাদের মেলার সফলতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানচ্ছি।
মেলায় অংশগ্রহন করেছে বিশ্ব বিখ্যাত কম্পানি, এইচপি, ডেল, আসুস, লিনোভো, এসার, এমএসআই, টগি, মেক্সেল, টেনডা, টিপি-লিংক, প্লাসটেক, ভিউ সনিক, স্টারেক্স, ডাউয়া, পেনটাম, ভেলুটপ, বেনকিউ, ভিভু, অপপো, হুয়াই ইত্যাদি। মেলায় আকর্ষণীয় ১০১ টি পুরস্কার রয়েছে। “বেয়াগ্গুন আইবেন বেয়াগ্গিন ফাইবেন”।
মেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি অনুপ কুমার সেন, অনুষ্ঠান পরিচালনা করেন, মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন-সম্পাদক এবং ‘বাংলাদেশ কম্পউটার সমিতি’ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বক্তব্য রাখেন সেন্ট্রার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন মিঠু, মেলার আহ্বায়ক নাওশাদ চৌধুরী বক্তিতায় সবার সার্বিক সহযোগীতা কামনা করেন। আরও বক্তব্য রাখেন মেলার যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুমন, মার্কেট সমিতির উপদেষ্টা মইনুল হক, বক্তব্য রাখেন আমদানিকরক ও বিভিন্ন কম্পোণীর প্রতিনিধিরা। সবাই মেলার সফলতা কামনা করেন।